আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার প্রানকেন্দ্র ডাকবাংলোর বিপরীতে নকশী ভবনের নীচতলায় অভিজাত রেস্টুরেন্ট “কিচেন-24″ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ জুন) বিকাল ৪ টায় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু, নকশি ভবনের মালিক সাবেক সচিব হেমায়েত হোসেন,যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, ডাক্তার সুমন রায়সহ আলফাডাঙ্গার সর্বস্তরের সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
রেস্টুরেন্ট কিচেন-24” এর মালিক আবু মুসা করিম বলেন,আমাদের রেষ্টুরেন্ট উদ্বোধন এর সকল প্রস্তুতি পূর্বেই প্রস্তুতিসম্পন্ন হয়েছে। এখন আমরা উদ্বোধনের অপেক্ষায় ছিলাম।
তিনি আরও বলেন, রেষ্টুরেন্টের ডেকোরেশন অনুযায়ী ফুডের গুনগত মান ও মূল্য প্রশ্নাতীত। এখানে আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি কাষ্টমারের চাহিদা অনুযায়ী ফুডের গুনগত মান ও মূল্য নির্ধারণ করা হয়েছে। আমাদের রেষ্টুরেন্টে খাবারের মান রক্ষার পাশাপাশি কাস্টমারের চাহিদা অনুযায়ী সেবার মানও নিশ্চিত থাকবে। সে ব্যাপারে আমরা কর্তৃপক্ষ বদ্ধপরিকর। আমাদের এখানে দেশীয় খাবারসহ সব ধরনের খাবারের ব্যবস্থা করা হবে। ব্যবসায়ী দিনমজুর, রিক্সাওয়ালা থেকে শুরু করে সকলে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে।