আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন গেট সংলগ্ন আবু হাসান মিয়ার বাড়ির সামনে থেকে পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায়।
গতকাল শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মুজিব শতবর্ষ পার্কের গেটের সামনে আবু হাসানের বাড়ির পাশে মোটর সাইকেল রেখে বাড়ির ভিতর গেলে, সামান্য সময়ের মধ্যে চোর মোটর সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে যায়। মটর সাইকেল মালিক শহিদুল বাহিরে এসে মটর সাইকেল না পেয়ে আবু হাসানসহ মোটর সাইকেলের খোঁজে দুইজন বেড়িয়ে পড়ে। এবং পরিচিত লোকজনকে ফোন করে জানিয়ে দেয়।
মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ফলিয়া গ্রামের সেলিম মিয়ার বাড়ির সামনে থেকে ছিনতাইকারী জনতার হাতে ধরা পড়লে আলফাডাঙ্গা থানার এসআই বিনয় বাড়ৈ এবং এসআই মোশারফ হোসেন বাদী শহিদুল ও এলাকার লোকজনের সহায়তায় চুরি হয়ে যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে চোরসহ আলফাডাঙ্গা থানায় নিয়ে আসে। মোটর সাইকেল চোর সোহেল মোল্লা (৩৫), পিতা – মাইনুদ্দিন, গ্রাম- অমৃতনগর, থানা- বোয়ালমারী।
সোহেল মোল্লার জবানবন্দিতে ২৯ তারিখ রাতে অভিযানের ভিত্তিতে বোয়ালমারীর রায়পুরগ্রামের মেহেদী হাসান আব্দুল্লাহ্ ও মনিরুজ্জামান মনির নামে দুইজনকে গভীর রাতে গ্রেফতার করে এবং আরও দুইটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে মামলা নং ১২ তাং ২৯/৪/২৩ ধারা ৩৭৯। আরও তথ্য জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।