আজিজুর রহমান দুলালঃ ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’। এ পতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) বেলা ৪টায় আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদ্য নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মনিরুল হক, পৌর সভার মেয়র আলী আকসাদ ঝন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সুজা, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান,সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে, উপজেলা ভূমি অফিস থেকে একটি র্যালী বের করা হয়। পরে উপজেলা হলরুম মিলনায়তনে ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অধীর কুমার গুহ।