আজিজুর রহমান দুলালঃ প্রতিবছরের ন্যায় এবছর ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার ৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় পানাইল ইউনাইটেড একাডেমি এবং দুপুর ১:৩০ টায় চরডাঙ্গা মর্নিং স্টার একাডেমি স্কুলের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রথম থেকে দশম রোল নাম্বার পর্যন্ত ৫টি খাতা এবং ৫টি কলম বিতরণ করা হয়েছে।
শিক্ষা উপকরণ পেয়ে ছোট ছেলেমেয়েরা বলেন,
আমরা সবাই অনেক খুশি।’
এ সময় উপস্থিত ছিলেন পানাইল ইউনাইটেড একাডেমির সাবেক মেধাবী ছাত্র ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর উপপরিচালক ড. মোহাম্মদ কুদরত-ই- হুদা,প্রদীপ কুমার সরকার সহযোগী অধ্যাপক সরকারি আইনউদ্দীন কলেজ,মোল্লা জাহিদুল ইসলাম লেকচারার ইংরেজি বিভাগ লোহাগড়া সরকারি কলেজ এবং দুই স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ।
ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর উপপরিচালক ড. মোহাম্মদ কুদরত-ই- হুদা বলেন, স্কুলের যে সকল ছেলে মেয়ে ১ থেকে ১০ এর মধ্যে থাকবে টাকা পয়সার অভাবে যদি পড়াশোনা করতে সমস্যা হয়, তাদের পড়াশোনার সমস্ত খরচ বহন করবে বলে ঘোষনা দেন।
বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদুল হাসান মাহমুদ বলেন, আগামীতে উপজেলার সমস্ত স্কুলে এর চেয়েও ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো।