আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় নিম্নবৃত্ত ১৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন ফরিদপুর -১ এর সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় আলফাডাঙ্গা উপজেলা হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই উপহার বিতরণ করেন ফরিদপুর -১ আসনের এমপি মনজুর হোসেন বুলবুল। এবং তার সহধর্মিণী সেলিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী সেলিনা আক্তার,পৌর মেয়র মোঃ আলী আকসাদ ঝন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের,পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান,টগর বন্দ ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ মাষ্টার, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুর রহমান, বুড়াইচ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু,প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, ও সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক।
অনুষ্ঠানে এমপি মনজুর হোসেন বুলবুল সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের আনন্দ থেকে যাতে কেহই বঞ্চিত না থাকেন তার জন্য প্রধানমন্ত্রীর এ উপহার। তিনি দেশের অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধিতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন।