আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ “নিরাপদ আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় মিনা দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে আজ (২৪ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০ টায় উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায় বর্ণাঢ্য রেলি বের করা হয় রেলিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রজত বিশ্বাস এর সভাপতিত্বে গল্প বলাও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন ও উপজেলা শিক্ষা অফিসার প্রীতিকণা বিশ্বাস।
এছাড়া উপজেলা সহ-কারী শিক্ষা অফিসার আবু বক্কার সিদ্দিক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শিহাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক শমসের উদ্দিন (টিটু), বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।