![InShot_20230308_193259711](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/03/InShot_20230308_193259711-scaled.jpg)
আজিজুর রহমান দুলালঃ সারা দেশের ন্যায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এই দিনে দিবসটি পালন করা হয়। জাতিসংঘ ২০২৩ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরাসন”
বুধবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস।
এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারাদেশে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল ১০টায় উপজেলা চত্বরে র্যালি বের করা হয়। এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা খান সনিয়ার পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, প্রাথমিক শিক্ষা অফিসার প্রীতি কনা বিশ্বাস,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন,ক্যাবের সভাপতি কবির হোসেন। উপস্থাপনায় ছিলেন কিশোর কিশোরী ক্লাসের আবৃত্তি শিক্ষক কবি,আবৃত্তিকার ইকবাল হোসেন।
এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিক আজিজুর রহমান দুলাল , ইকবাল হোসেন, মিয়া রাকিবুল এবং উপজেলার বিভিন্ন মহিলা সংগঠনের সদস্যবৃন্দ।