![InShot_20240123_121330851](https://banglaexpressonline.com/wp-content/uploads/2024/01/InShot_20240123_121330851.jpg)
আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পৌরসভা এলাকায় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের পাশে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে স্থানীয় লোকজন ব্রিজের পাশে বস্তাবন্দি অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ বস্তাবন্দি অবস্থায় লোকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। নড়াইল জেলার লোহাগড়া থানায় যোগাযোগ করে জানা যায়, গত ১৯ জানুয়ারী থেকে উক্ত ব্যক্তি নিখোঁজ ছিল। লোহাগড়া থানায় উক্ত ব্যক্তির হারানো সম্পর্কে একটি জিডি করা আছে। জিডি অনুযায়ী তার নাম মোঃ নাজিম উদ্দিন (৫৫), পিতা-মৃত শাহেদ আহমেদ,সাং-মশাগূনী,লোহাগড়া, নড়াইল। বর্তমানে উক্ত ব্যক্তিটি সংখামুক্ত তবে এখনো জ্ঞান ফেরেনি।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ সেলিম রেজা জানান,লোকটিকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। লোকটির জ্ঞান ফেরেনি,তবে জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।