আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ “যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।” ফরিদপুরের আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট (মডেল) সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ রফিক হোসেন তালুকদারের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গণে বিদ্যালয় কতৃপক্ষের আয়োজনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম।
এসময় বক্তব্য প্রদান করেন উক্ত বিদ্যালয়ের সাবেক শিক্ষক, ম্যানিজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার শেখ, ফরিদ হোসেন,নওয়াপাড়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা দবির হোসেন ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মিলন কুমার সরকার।
এসময় বিদায়ী শিক্ষক রফিক হোসেন তালুকদার তার কর্মজীবনের বিভিন্ন দিক উল্লেখ করে উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের সুনাম ধরে রাখতে সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।