আজিজুর রহমান দুলালঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র মহতি উদ্যোগ সারা দেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মান এর অংশ হিসেবে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন মডেল মসজিদ পরিদর্শন করা হয়েছে।
গত ৭ অক্টোবর শনিবার ইছাপাশা রোড়ে নিলাডাঙ্গায় নির্মাণাধীন মডেল মসজিদের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।
এসময় তিনি বলেন, ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে এই মসজিদ। পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন। বিশ্বে কোনো মুসলিম শাসকের একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ এই প্রথম। আমাদের প্রধামন্ত্রী শেখ হাসিনার আছে বলেই এটা সম্ভব হয়েছে। এ প্রকল্পের পুরোটাই সরকারের অর্থে বাস্তবায়ন করা হচ্ছে এবং একই সঙ্গে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে কাজ করবে। সকল মডেল মসজিদে একসঙ্গে ৯০০ জন মুসল্লী নামাজ পড়তে পারবে। নারীদের আলাদা নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান। তিনি প্রধানমন্ত্রীর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার তুষার সাহা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।