আজিজুর রহমান দুলাল: ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সদর বাজারে ১৬ সেপ্টেম্বর’২০ তারিখ বুধবার সকাল ১১টায় ৩ মুদি দোকানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানের নেতৃত্ব দেন সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভুমি) মো: মাহবুবুল ইসলাম এবং এ অভিযানে সহযোগিতা করে আলফাডাঙ্গা থানার পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মুল্য তালিকায় অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ৮০০০ (আট হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযোগ কারীরা হলেনঃ★সুজিত পাল, পিতা ফেলু রাম পাল ৩০০০/- (তিন হাজার) টাকা
★পলাশ কুমার কুণ্ডু, পিতা মৃতু গোবিন্দ চন্দ্র কুণ্ডু, ৩০০০/- (তিন হাজার)★ইবাদত হোসেন, লাকি ষ্টোর ২০০০/-(দুই হাজার টাকা) উভয়ই আলফাডাঙ্গা বাজার।
সহকারী কমিশনার (ভুমি) মো: মাহবুবুল ইসলাম বলেন, শুধু আলফাডাঙ্গা বাজারই নয় এ উপজেলার সকল বাজারে প্রতিটি দোকানে এ অভিযান চলমান থাকবে।