আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় গার্লস গাইড এ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল থেকে ৮১ জন সদস্য নিয়ে আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা হলরুমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন। আরও উপস্থিত বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে গার্লস গাইডদের উদ্দীপনা পুরস্কার দেয়া হয়। বিভিন্ন স্কুল থেকে আগত গার্লস গাইডদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন গার্লস গাইড প্রধান চায়না রানী সাহা।