আর্মেনিয়ান বিমান বাহিনীর সুখোই-২৫ জঙ্গিবিমান ভূপাতিত করেছে তুর্কি বিমান বাহিনীর একটি এফ-১৬ জঙ্গিবিমান। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি।
আর্মেনিয়ান বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত আজারবাইজানের নাগর্নো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চলমান আর্মেনিয়া-আজারবাইজান সংঘাতের তৃতীয় দিনে এমন ঘটনা ঘটলো।
আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আর্মেনিয়ার আকাশসীমায় প্রবেশ করে আর্মেনিয়ান সুখোই৩৫ এর উপর তুর্কি বিমানের এই হামলায় আর্মেনিয়ান পাইলট নিহত হয়েছেন।
সূত্র জানায়, এই সংঘাতে আজারবাইজানে আর্মেনিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আজারবাইজানকে আঙ্কারা কর্তৃক কূটনৈতিক ও সামরিক সাহায্য প্রদানের ঘোষণা দেয়ার কয়েকঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে।
অন্যদিকে আর্মেনিয়া জানায়, তারা অঞ্চলটিতে তুরস্কের বিমান হামলা প্রতিহত করার জন্য রাশিয়ার তৈরি ইস্কান্দার ব্যালাটিস্ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়ন করেছে।