সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ আর্চারি স্টজ-২’র রিকার্ভ এককে ভালো করতে পারেননি রোমান সানা। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। মেয়েদের এককে দিয়া সিদ্দিকী প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন। তবে এই দুজন আর্চার জুটি বেঁধে সাফল্য পেয়েছেন। তাদের কারণে বৃহস্পতিবার রিকার্ভ মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে আগামী রবিবার স্বর্ণপদকের লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।
ফাইনালে উঠতে বাংলাদেশ দলকে কঠিন পথ পারি দিতে হয়েছে। সেমিফাইনালে কানাডাকে হারিয়েছে ৫-৩ সেট পয়েন্টে। কোয়ার্টার ফাইনালে ৫-৪ সেট পয়েন্টে জিতেছে স্পেনের বিপক্ষে। এছাড়া দ্বিতীয় রাউন্ডে জার্মানিকে ৫-১ সেট পয়েন্টে ও প্রথম রাউন্ডে ইরানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে।
এর আগেও আর্চারিতে বাংলাদেশ সাফল্য পেয়েছিল। রোমান ব্রোঞ্জ জিতেই সরাসরি টোকিও অলিম্পিকে জায়গা করে নিয়েছেন। এবার মিক্সড টিমেও সাফল্য এলো।