আরব আমিরাতকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান
নিজস্ব সংবাদদাতাঃ সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
মঙ্গলবার (২৬ অক্টোবর) আমিরাতের টলারেন্স মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। এসময় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমিরাতের জাতির পিতা শেখ জাহিদ বিন সুলতান আল নায়ানের মাধ্যমে ঐতিহাসিক বন্ধন সৃষ্টি নিয়ে আলোচনা হয়৷ এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কেও কথা হয়৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতায় বাংলাদেশের অগ্রযাত্রার প্রশংসা করেন আমিরাতের মন্ত্রী৷
এসময় ঢাকায় আসন্ন আন্তর্জাতিক শান্তি সেমিনারের ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানা গেছে।
Drop your comments: