সংযুক্ত আরব আমিরাতের আজমানে পদ্মা নামে একটি রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে। যারা দেশীয় খাবারের স্বাদ উপভোগ করতে চান, তাঁদের একটি নতুন ঠিকানা হতে পারে পদ্মা রেস্টুরেন্ট। দূর প্রবাসে বসে খাদ্যরসিকরা পেয়ে যাবেন পদ্মার ইলিশের স্বাদ৷
শুক্রবার (১৪ জুন) পদ্মা রেস্টুরেন্ট উদ্বোধন করেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বুলবুল আহমদ মুকুলের সঞ্চালনায় উপস্তিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন, পাসপোর্ট ও ভিসা প্রথম সচিব শেখ ফয়সাল, কমার্শিয়াল কাউন্সিলর আশিষ কুমার, ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী, আইয়ুব আলী বাবুল, মনিরুজ্জামান সরকার মোহর, শাহাদাৎ হোসেন, শাফায়াত শিকদারসহ রেস্টুরেন্টের উদ্যোক্তারা।
কর্তৃপক্ষ জানান, রেস্টুরেন্টে সরাসরি পদ্মার ইলিশ নিয়ে আসা হবে। প্রতিদিনই ইলিশের নানা প্রকার তরকারি পাওয়া যাবে। দেশীয় স্বাদের সব রকমের খাবার রাখার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে সর্বোচ্চ সচেষ্ট থাকবেন বলেও জানান।
জন্মদিনের পার্টি, অ্যানিভার্সারি, জমকালো পার্টি, করপোরেট মিটিং, পারিবারিক কিংবা অফিশিয়াল মিলনমেলাসহ বিভিন্ন আয়োজনের জন্য আদর্শ জায়গা হতে পারে এই পদ্মা রেস্টুরেন্টটি।