![InShot_20220108_164331356](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/01/InShot_20220108_164331356-scaled.jpg)
সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৮৮ হাজার ৫৭২ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৫৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৩৪ জন। গতকাল শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৬২৭ জন।
শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আমিরাতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৮৬৬ জন, মারা গেছেন ২ হাজার ১৭৩ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫২ হাজার ১২০ জন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম চীনের উহান থেকে আসা একটি পরিবারের শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে।
Drop your comments: