ডিজিটাল বাংলাদেশের সুফল প্রবাসীরা পাচ্ছেন৷ প্রধানমন্ত্রী এখন স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা হাতে নিয়েছেন৷ একটা সময় প্রবাসীরা চিঠি লিখে ১৫ দিন অপেক্ষার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। এখন শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করায় হাতে হাতে মোবাইল ফোন হয়েছে। যার ফলে সেকেন্ডের মধ্যে দেশের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে৷
হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে বক্তারা হোমনা-মেঘনার উন্নয়নে ভুমিকা রাখার পাশাপাশি প্রবাসের কল্যাণেও কাজ করার জন্য সংগঠনের কাছে আহ্বান জানান৷ এসময় উক্ত সংগঠন কে মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যন ৩ মাসের বেতন ও হোমনা উপজেলা আ,লীগের সাধার সম্পাদক এক লক্ষ টাকা ডোনেশন ঘোষনা করেন।
সংগঠানের সদস্যরা বলেন যে সকল প্রবাসি বিপদে আছেন তাদের ও তাদের পরিবার কে আর্থিক সহযোগীতা সহ দেশও সব ধরনের সহযোগীতা করা হবে
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার৷ সংগঠনের সভাপতি নাজিরুল হক ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিকদার মুহাম্মদ শাফায়াত উল্ল্যাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, হোমনা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি ইউএইর সাধারণ সম্পাদক নাছির উদ্দীন কাওছার, দেলোয়ার হোসেন সিআইপি, প্রকৌশলী জাফর চৌধুরী সিআইপি, মাহবুবুর আলম মানিক সিআইপি, ইসমাইল গণিসহ শতাদিক সদস্য উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠান থেকে ৫১ বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়৷ সবশেষে দেশ থেকে আগত অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।