সংযুক্ত আরব আমিরাতে রাস-আল-খাইমা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু।
ঈদের ছুটিতে দুবাই থেকে ঘুরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হোন নাহিদ হাসান সাকিল (২১)। নাহিদের সাথে ঘুরতে যাওয়া ও একই গাড়ির সহযাত্রী থেকে জানা যায়, শনিবার (১৫ মে) বিকাল ৪ টায় পানি বহনকারী একটি গাড়ির সাথে তাদের গাড়ির ধাক্কা লাগে। ড্রাইভিং সিটের পাশে বসা নাহিদ মুহুর্তেই ছিটকে পড়েন। দুর্ঘটনার পর আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার সময় চিকিৎসক নাহিদকে মৃত ঘোষনা করেন। এছাড়া দুজন আইসিউতে রয়েছেন।
নিহত নাহিদ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার চুনতি গ্রামের মৃত আব্দুল মোতালেব এর ছেলে। নিহতের লাশ রাস-আল খাইমার সাকর হসপিটালের মর্গে রয়েছে।
Drop your comments: