![IMG_20200611_171624.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/06/IMG_20200611_171624.jpg)
বাংলা এক্সপ্রেস ডেস্কঃ প্রায় দীর্ঘ তিন বছর কোমায় থেকে অবশেষে মারা গেল আবুধাবি মেরিল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির মেধাবী ছাত্র আবতাহি সিদ্দিক আনাস (১৭)।
আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে আবুধাবির সৌদি সীমান্তবর্তী সিলা সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, ২০১৭ সালে স্কুল শেষে কোচিং এ যাওয়ার পথে গাড়ির সাথে ধাক্কা লাগে তার। এতে সে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে কোমায় চলে যায়। দীর্ঘদিন ধরে তার শারিরীক অবস্থা গ্লাসগো কোমা স্কেলের ৭ম স্কেলে ছিল । হাসপাতালে তাকে নিয়মিত ফিজিওথেরাপী সহ সবধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়।
আনাস চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামের প্রবাসী ব্যবসায়ী নুরুল আবসারের জ্যেষ্ঠ ছেলে।
Drop your comments: