সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে প্রবাসী উৎসব। প্রবাসী উৎসবের আজ শেষ দিন। গতকাল ১৫ অক্টোবর ছিল উৎসবের দ্বিতীয় দিন। এ দিন ‘HER Fest’ নামে নারীদের জন্য নির্ধারিত ছিল।
শারজায় চলমান প্রবাসী উৎসবের দ্বিতীয় দিনে নারী সম্মাননা প্রদান, পিঠা প্রতিযোগিতা, ফ্যাশন শো এবং ছিল নারী শিল্পীদের পরিবেশনা৷ যার ফলে পুরো উৎসব প্রাঙ্গণ প্রবাসী বাংলাদেশি নারীদের পদচারণায় মুখরিত ছিল। বাসা থেকে বাহারি রকমের পিঠা তৈরি করে নিয়ে আসেন নারীরা। পিঠা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে আজ তথা মেলার শেষ দিন।
পিঠা প্রতিযোগিতার বিচারক ছিলেন উৎসবের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রীর সহধর্মিণী অবসরপ্রাপ্ত অধ্যাপিকা জুলেখা মান্নান ও বিশেষ অতিথি দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেলের সহধর্মিণী বাংলাদেশ উইমেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবিদা হোসেন।
নারীদের জন্য উৎসবের একদিন নির্ধারিত করায় প্রধান অতিথি জুলেখা মান্নান আয়োজকদের ধন্যবাদ জানান৷ তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পুরুষের পাশাপাশি নারীরাও কর্মরত অথচ নারীদের কথা কেউ বলতে চায় না। নারীদের জন্য একটা দিন নির্ধারণ করার মাধ্যমে যে সম্মান দেখানো হয়েছে তা প্রশংসার দাবি রাখে।’
বাংলাদেশ উইমেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবিদা হোসেন বলেন, ‘নারীদের উৎসাহ দিতে আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নারীরা সাহসী হয়েছেন। সমাজের সব খাতে তাঁরা জায়গা করে নিয়েছেন। বিভিন্ন অঙ্গনে কাজের মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে। আজ এই স্বীকৃতির মাধ্যমে নারীরা ভালো কাজের জন্য আরও উৎসাহ পাবেন।’
উৎসবে আগত শামসুন নাহার স্বপ্না নামের একজন প্রবাসী নারী বলেন, আজ নারীদের সম্মান জানানোর মাধ্যমে প্রবাসী নারীদের উৎসাহিত করা হয়েছে। আমিরাতে বহুসংখ্যক নারী আমিরাতে রয়েছেন যারা নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন।
আয়োজক কমিটির সদস্য মামুনুর রশীদ বলেন, ‘বর্তমানে প্রবাসে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা এক কোটি ২০ লাখের বেশি। এর মধ্যে প্রায় ১০ লাখ নারী। এ হিসাবে প্রবাসী শ্রমিকদের মধ্যে ১২ শতাংশ নারী। এই ১২ শতাংশ নারীদের সম্মান জানানোর উদ্দেশ্যেই আজকের আয়োজন। আমরা সম্মান জানানোর পাশাপাশি দেশে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে উৎসাহ দিচ্ছি৷’