সংযুক্ত আরব আমিরাতে একটি গাড়ির ধাক্কায় জুড়ীর লোকমান মিয়া (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় আমিরাতের ফুজিরায় এ ঘটনা ঘটে।
নিহত লোকমান মিয়া জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামের মৃত আব্দুর রহমানের (মতলিব আলী) পুত্র।
জানা যায়, লোকমান মিয়া দীর্ঘদিন থেকে ফুজিরায় একটি কোম্পানিতে চাকরি করতেন। সেখানে তার অপর দুই ভাই ও এক ভাতিজা কর্মরত আছেন। ঘটনার সময় লোকমান রাস্তায় হাঁটছিলেন। তখন দ্রুততম একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
সেখান থেকে উঠে তিনি বাসায় গিয়ে পানি পান করে অজ্ঞান হয়ে পড়েন। বাসার লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লোকমান মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহত লোকমান মিয়ার ভাগিনা জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লোকমান মিয়ার স্ত্রী ও ১৫ বছর বয়সের একটি মেয়ে রয়েছে।