প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় সর্বোচ্চ উৎস৷ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা নানা পেশায় নিয়োজিত। মধ্যপ্রাচ্য তথা সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন উল্লেখযোগ্য।
সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম বিভাগের প্রবাসীরা ব্যবসা-বাণিজ্য ও চাকুরিতে বেশ সফল৷ ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণে ভুমিকা রাখার পাশাপাশি ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য আমিরাতকে বাছাই করেন এই অঞ্চলের মানুষরা৷
সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্যতম গ্রাম গোপাল ঘাটারই শুধু ছয় শতাধিক প্রবাসী আমিরাতে বিভিন্ন পেশায় নিয়োজিত।
সম্প্রতি গোপাল ঘাটা গ্রামের প্রবাসী বাংলাদেশিদের বনভোজন ও মিলনমেলার মাধ্যমে তা প্রকাশ পেয়েছে।। দুবাইয়ের মুশরিফ পার্কে আয়োজিত এই মিলনমেলায় অংশগ্রহণ করেন উক্ত গ্রামের পাঁচ শতাধিকেরও বেশি প্রবাসী৷
মিলনমেলা ও বনভোজনের অন্যতম সমন্বয়ক মোরশেদুল করিম বাংলা এক্সপ্রেসকে বলেন, আমরা একই গ্রামের ৫৯৭ জন নারী-পুরুষ আরব আমিরাতে বিভিন্ন পেশায় কর্মরত। ব্যস্ততার কারণে একে-অপরের সঙ্গে তেমন দেখা হয় না৷ মূলত সবার সঙ্গে দেখা করার লক্ষ্যেই এই আয়োজন৷
সমন্বয়কের মধ্যে অন্যান্যরা হলেন, মজাহারুল ইসলাম,
ওসমান জামি, রাশেদ, ইসমাইল, দস্তগির মোঃ আলি, ফারুক, নাসির, জামাল, রমজান, বাবর, শফি, জসিম, রফিক, মিজান প্রমুখ।
মিলনমেলায় অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, একই গ্রামের লোক হওয়া সত্ত্বেও অনেকের সঙ্গে দেখা না হওয়ার অভাব পূরণ হয়েছে।