নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে হঠাৎ করে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটির কিছু এলাকায় আবারও জীবাণুনাশক স্প্রে কর্মসূচি আসতে পারে।
গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় সংকট ও জরুরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ডাঃ সাইফ আল ধাহেরি বলেছেন, “ করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কিছু অঞ্চলে জাতীয় জীবাণুনাশক স্প্রে কর্মসূচি আস্তে পারে।”
সংযুক্ত আরব আমিরাত গত দু’সপ্তাহে করোনভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে যা খুবই উদ্বেগজনক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমে গত চারদিনে দুইগুণ বৃদ্ধি পেয়েছে। চারদিন আগে যেখানে ২৪ ঘন্টায় ২১০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে সেখানে বৃহস্পতিবার ৪৬১ জন আক্রান্ত হয়েছেন।
আমিরাতে ২৬ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত জাতীয় জীবাণুনাশক স্প্রে কর্মসূচি ছিল। সংক্রমণ কমায় তা বাতিল করা হয়।