নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় প্রায় ৪৬ হাজার মানুষের শরীরে করোনা টেস্টের পর ২১১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে, ও ৩৫২ জন সুস্থ হয়ে উঠেছেন।
রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৬৯২২ জন, মৃত্যুবরণ করেছেন ৩৩৮ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৪৯২৬৯ জন।
সংযুক্ত আরব আমিরাতে ৪ মিলিয়নের অধিক মানুষের শরীরে করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।
এদিকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল থেকে দেশটির সকল শপিংমল ও টাওয়ারের মসজিদ খুলে দেওয়া হবে। তবে ৩০ শতাংশ মুসল্লীরা একসাথে নামাজ আদায় করতে পারবেন।
Drop your comments: