সংযুক্ত আরব আমিরাতে বিখ্যাত সুগন্ধি তৈরির প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) আমিরাতের আজমানে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ ইফতার মাহফিলে পাঁচ হাজার মানুষের সমাগম ঘটে। ইফতার মাহফিলে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, ঢাকায় দায়িত্ব পালন করা সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়িদ মোহাম্মদ আল মেহেরিসহ দেশ-বিদেশের কূটনৈতিক, স্থানীয় প্রশাসন, মিউনিসিপালিটির অফিসার, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি, ভারত, পাকিস্তান ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক, আমিরাতের স্থানীয় ও প্রবাসী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
নারী-পুরুষের জন্য বসার আলাদা ব্যবস্থা ছিল৷ পুরো আয়োজন সফল করতে কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেন৷ প্রতিষ্ঠানটির প্রধান ফটকসহ আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি ও রোজাদারদের প্রতি সম্মান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির বলেন, ‘বিপুলসংখ্যক দেশ-বিদেশের মেহমানদের ইফতার করাতে পেরে আমি খুবই আনন্দিত। আপনারা কষ্ট করে এখানে এসেছেন এটা আমার জন্য বড় পাওয়া৷ আপনারা আমার পরিবার ও প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন।’
তিনি বলেন, ‘আমিরাতে অনেক বাংলাদেশি প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছেন৷ দেশটিতে সাধারণ শ্রমিক শুধু নয় বর্তমানে ব্যবসা-বাণিজ্য, পেশাজীবীদের ভালো অবস্থান রয়েছে।’
উল্লেখ্য, ১৯৭০ সালে প্রথম সুগন্ধি বোতল বাজারে আসার পর থেকে আল হারামাইন পারফিউমের ব্যাপ্তি ও খ্যাতি ক্রমশই বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, বাংলাদেশ, ইউকে এবং ইউএসএ জুড়ে অসংখ্য দৃষ্টিনন্দন পারফিউম শোরুমের মাধ্যমে দেশ-বিদেশে সুগন্ধি নেটওয়ার্ক তৈরি হয়েছে। সুগন্ধি ছাড়াও একই নামে বাংলাদেশে হাসপাতালসহ একাধিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে।