নিজস্ব প্রতিবেদকঃ মহামারী করোনাভাইরাসের সময় সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া পর্যটকদের ভিসার মেয়াদ আরো এক মাস বৃদ্ধি করেছে দেশটির সরকার।
আজ সোমবার (১০ আগস্ট) ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, করোনা কালীন সময়ে তথা ১ মার্চের পর যেসকল পর্যটকদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা আমিরাত ত্যাগের জন্য আরো এক মাস সময় পাবেন। সেপ্টেম্বর মাসের ১১ তারিখের পূর্বে দেশ ত্যাগ অথবা কাজের ভিসায় পরিবর্তন করে বৈধভাবে বসবাস করতে হবে।
গত ১০ই জুলাই বলা হয়েছিল মার্চ মাসের পূর্বে যেসকল পর্যটকদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা যেন ১৮ আগস্টের মধ্যে দেশ ত্যাগ করেন। উক্ত আইনটি অপরিবর্তিত রয়েছে।
এদিকে আমিরাতে করোনাভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। দেশটির স্বাস্থ অধিদপ্তরের তথ্য প্রায় ৯২ ভাগ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।