নিজস্ব প্রতিবেদকঃ প্রবাসী কবি মুহাম্মদ মুসার লেখা, শিল্পী নিজাম নোভেল এর কণ্ঠে জুয়েল বাপ্পি এর সংগীত পরিচালনায় সিডি মিউজিক প্রোডাকশনের ব্যনারে প্রকাশিত হলো গানের মিউজিক ভিডিও ‘তুমি আমার ভালোবাসা’। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শিল্পী এবং দেশের খ্যাতিমান শিল্পীবৃন্দ।
গানটি প্রসঙ্গে বাপ্পি বলেন – ‘অসাধারণ গানটি অনেক যত্ন করে এটির সুর ও সংগীতের কাজ করা হয়েছে। আশা করছি সংগীতপ্রেমীদের মনে গানটি স্থান করে নেবে।’
গানের লেখক মুসা জানান,গানটি দেশের বিভিন্ন টেলিভিশন স্টেজ শোতে গানটি পরিবেশ হবে। এছাড়া একযোগে বিভিন্ন ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন পেইজ মোবাইল রিংটোন আপলোড হবে।
Drop your comments: