নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাত থেকে টিকা গ্রহণ ছাড়াও বাংলাদেশে গেলে প্রাতিষ্ঠানিক/হোটেল কোয়ারেন্টাইনের আইন বাতিল করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ আগস্ট) বাংলাদেশ বিমানের দুবাই অফিস থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুবাইয়ের রিজিওনাল ম্যানেজার সজল কান্তি বড়ুয়ার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোটেল কোয়ারেন্টাইন না লাগলেও বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতে হবে।
এর আগে ১ মে থেকে টিকা ছাড়া বাংলাদেশে ভ্রমণকারী যাত্রীদের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছিল।
Drop your comments: