তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে গুজব বন্ধে আগামীতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিবন্ধিত করতে আইন করা হবে।’
নির্বাচনকে সামনে রেখে কেউ যেনো অপ্রচার করতে না পারে সেজন্য গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আজ মঙ্গলবার ‘গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির’ সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
এ সময় হাছান মাহমুদ বলেন, ‘বিদেশ থেকে গুজব ছাড়ানো হয় এবং এটি ছড়ানোর জন্য বিএনপি অর্থ ব্যয় করছে। কেউ যদি মনে করেন বিদেশে বসে গুজব ছড়াবেন, তিনি ধরা ছোয়ার বাইরে থাকবেন, সেই সুযোগ নেই।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল মাধ্যমে গুজব ছড়ালে ডিজিটাল আইনে মামলা হবে। কেউ যদি সত্যিকার অর্থে অপরাধ করে তার বিচার হবে। তা না হলে এটি বন্ধ হবে না।’