সংযুক্ত আরব আমিরাতে দুবাইভিত্তিক উড়োজাহাজ সংস্থা এমিরেটস এয়ারলাইন্স আফ্রিকার পাঁচটি দেশে আবারো ফ্লাইট কার্যক্রম শুরু করেছে। দেশগুলো হলো- ইথিওপিয়া, তানজানিয়া, কেনিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা।
জানা গেছে- ইথিওপিয়ার আদ্দিস আবাবা, তানজানিয়ার দারেস সালাম, কেনিয়ার নাইরোবি, জিম্বাবুয়ের হারারে এবং দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ, কেপটাউন ও ডারবানে এমিরেটস ফ্লাইট চলাচল শুরু করেছে।
গত ২৯ জানুয়ারি থেকে জোহান্সবার্গে দৈনিক একটি ও ১ ফেব্রুয়ারি থেকে দৈনিক দুটি করে ফ্লাইট চলাচল করবে। এদিকে আজ থেকে কেপটাউন ও ডারবানেও দৈনিক ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস এয়ারলাইন্স।
২৯ জানুয়ারি থেকে নাইরোবিতে সপ্তাহে দশটি, ৩০ জানুয়ারি থেকে আদ্দিস আবাবায় দৈনিক একটি ফ্লাইট পরিচালনা করছে। ৩০ জানুয়ারি থেকে দারেস সালামে সপ্তাহে পাঁচটি এবং হারারেতে ৩০ জানুয়ারি থেকে লুসাকা লিংকড সার্ভিসের সাহায্যে সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালিত হচ্ছে।
আফ্রিকার এ দেশগুলো থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আগমনকারী যাত্রীদের ফ্লাইটের ৪৮ ঘণ্টার মধ্যে করোনার পিসিআর পরীক্ষা করাতে হবে।
দুবাই আগমনের পর তারা অতিরিক্ত আরও একটি পিসিআর টেস্টের সম্মুখীন হবেন ও ফল না পাওয়া পর্যন্ত যাত্রীরা সেলফ কোয়ারেন্টাইনে থাকবেন।