বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কখনো পিছে ফিরে তাকাবেন না। আর কখনো এই কথা মনে করবেন না যে, আমরা পারব না। আমরাই পারব এবং অবশ্যই জয়ী হব।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যে আমাদের অধিকারগুলো হরণ করে নিয়েছে, যে শুধুমাত্র লুণ্ঠনের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধবংস করে দিয়েছে।
তাকে পরাজিত করে সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্বমূলক একটি সরকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে আন্দোলন, আন্দোলন এবং আন্দোলনের মধ্য দিয়ে।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এমন মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
Drop your comments: