দীর্ঘ আড়াই বছর পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
রোববার রাত ৯টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে এক বিবৃতিতে জানিয়েছে দলটি।
এসময় কারাফটকে তাকে অভিনন্দন জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর আইনজীবী ড. হেলাল উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হোসেন আলী, মারুফুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, মুহাম্মাদ আলী মিঠু প্রমুখ।
উল্লেখ্য, রফিকুল ইসলাম খান ২০২১ সালের ৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হন। ৩০ মাস ৬ দিন পর তিনি আজ কারাগার থেকে মুক্তি লাভ করলেন।
Drop your comments: