গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিজনেস ফোরাম-বিবিএফ ইউ এ ই’র উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের আজমানস্থ একটি হলে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনের সভাপতি কামাল হোসাইন খান সুমনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেইন খান।
উক্ত ইফতার মাহফিলে দুবাইয়ের মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেইন খান বলেন মাহে রমজানের শিক্ষাকে আমাদের সকলের ব্যক্তি জীবনে কাজে লাগাতে হবে। বিজনেস ফোরামের উদ্যোগে পরিচালিত বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনার ভূয়সী প্রশংসাও করেন তিনি।
এসময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস ফোরামের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সমিতি শারজাহ’র সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, তিনি ফোরামের গৃহীত বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
করোনা মহামারীসহ বিভিন্ন দূর্যোগে প্রবাসীদের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিজনেস ফোরাম খুব শীঘ্রই আমিরাত সরকার কর্তৃক নিবন্ধন পেতে যাচ্ছে বলে জানান সংগঠনটির সভাপতি কামাল হোসাইন খান সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইব্রাহীম ওসমান আফলাতুন ও জসিম উদ্দিন মল্লিক।
অনুষ্টানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য রসায়নবিধ ড. জাফর ইকবাল ও নাসির চৌধুরী। ফোরামের সাধারণ সম্পাদক আবু-বক্কর ছিদ্দিক, সহ-সভাপতি মনসুর মোহাম্মদ খলিল, মিহির ব্রাগনোরা, ও শহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম শামীম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক কবি ওবাইদুল হক, প্রচার সম্পাদক মোস্তফা জামান ও ক্রীড়া সম্পাদক মিঠুন শীলসহ অনেকে।
সবশেষে মোনাজাত পরিচালনা করেন ফোরামের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ইয়াহইয়া।