ভারতের দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল। গত জুনে নিজের জন্মদিনে বিয়ের ঘোষণা দেন তিনি। আজ শুক্রবার নতুন জীবনে পা দিচ্ছেন এই তারকা। হবু বর মুম্বাইয়ে ব্যবসায়ী গৌতম কিছলু। তার সঙ্গেই ঘর বাঁধতে চলেছেন তিনি।
এরইমধ্যে কাজলের প্রাক-বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন। বুধবার (২৮ অক্টোবর) নিজ ঘরে হলুদ ও মেহেদির অনুষ্ঠান করেছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। এছাড়া প্রাক-বিয়ে অনুষ্ঠান সেরেছেন গৌতম কিছলু।
বৃহস্পতিবার মেহেদি অনুষ্ঠানের ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন কাজল।
এতে ট্র্যাডিশনাল আউটফিট গায়ে হাতে মেহেদি দেখিয়েছেন কাজল।
সঙ্গে মানানসই কানের দুল ও বিনুনির স্টাইলে চুল সাজিয়েছেন, যা ছিল চোখে পড়ার মতো।
Drop your comments: