বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে আজ ওমানের বিপক্ষে শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ। একই গ্রুপে পড়লেও ফিফা র্যাঙ্কিংয়ে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে থাকা দলটির বিপক্ষে ইতিবাচক কিছু করা কঠিন। সেটি ভালোই বুঝতে পারছেন বাংলাদেশ কোচ জেমি ডে। তার পরেও কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে ভালো কিছুর আশা করছেন এই ইংলিশ কোচ। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টায় এই ম্যাচটি দেখা যাবে জিটিভি ও টি-স্পোর্টসে।
‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয়পর্ব ও এশিয়ান কাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে ওমান। আর পাঁচ দলের গ্রুপে মাত্র দুই ড্র নিয়ে তলানিতে অবস্থান বাংলাদেশের।
এবার দোহায় জেমি ডের শিষ্যদের পারফরম্যান্স মোটেই স্বস্তিদায়ক ছিল না। শেষ মুহূর্তে তপু বর্মণের গোলে আফগানিস্তানের কাছ থেকে এক পয়েন্ট পেলেও ঠিক পরের ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছে অসহায়ভাবে। আজকের ম্যাচের আগে সাসপেনশন ও ইনজুরির কারণে দলের একাদশের চার খেলোয়াড় থাকছে না। অনেকটা নবীন দল নিয়েই শক্তিশালী ওমানের মুখোমুখি হতে হবে। এর ওপর প্রথম পর্বের ফলও ছিল হতাশাজনক। মাস্কটে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
তাই এই ম্যাচের আগে বাস্তববাদী বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমি দলের কাছে শুধু আরেকটা ভালো পারফরম্যান্স আশা করছি। তবে তারা (ওমান) শক্তিতে অনেক এগিয়ে। তাই আমার কাছে এটাকে প্রায় অসম্ভব একটা কাজ বলে মনে হচ্ছে।’
আফগানিস্তান ও ভারতের সঙ্গে বল দখলের পরিসংখ্যান বাংলাদেশের দুর্বলতা হাত দিয়ে দেখিয়েছে। বারবার বল হারানোর পাশাপাশি তড়িঘড়ি করে প্রতিপক্ষের পায়ে বল ঠেলে দিতেও দেখা গেছে। কোচ এটাকে বড় দুর্বলতা মনে করছেন, ‘ছেলেরা বারবার বল প্রতিপক্ষের পায়ে তুলে দিয়েছে। যেটা নিয়ে অনেক কাজ করতে হবে। তবে অল্প সময়ে এই জায়গায় উন্নতি সম্ভব নয়।’
দুই হলুদ কার্ডে আজ খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়ার। তাই দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। আফগানিস্তানের বিপক্ষে গোল করা এই ডিফেন্ডার অবশ্য পয়েন্ট ছিনিয়ে আনার স্বপ্নই দেখাচ্ছেন, ‘ওমান সম্পর্কে ভাল ধারনা আছে। কাতার ও আফগানিস্তানের বিপক্ষে তাদের দু’টি ম্যাচ দেখেছি। কোচ সেভাবেই আমাদের প্রস্তুত করেছে। যদি দল হয়ে সেরাটা দিতে পারি, তাহলে হয়তো এই ম্যাচ থেকে পয়েন্ট নিতে পারবো। আমরা শেষটায় ভালো কিছু অর্জন করে দেশে ফিরতে চাই।’