![InShot_20221119_124647418](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/11/InShot_20221119_124647418.jpg)
আগামী মাস থেকে বিদ্যুৎ ও জ্বালানির সংকট কেটে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখনও পাঁচ মাসের ব্যয় মেটানোর মতো রিজার্ভ আছে। প্রতিটি টাকা খরচ হচ্ছে দেশের মানুষের জন্য।
শনিবার (১৯ নভেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় বক্তব্য রাখার সময় এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রিজার্ভের টাকা দিয়ে জ্বালানি তেল ও প্রয়োজনীয় খাদ্যশস্য কেনা হচ্ছে। ব্যবসা-বাণিজ্য যাতে যথাযথ চলে সেজন্য প্রণোদনা প্যাকেজও দেয়া হচ্ছে রিজার্ভের অর্থ থেকে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের শাসনামল ছিল হত্যা, সন্ত্রাস, দুর্নীতি ও ভোট চুরির। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণতন্ত্রকে সুসংহত করেছে।
তিনি আরও বলেন, নিজেদের নয়, জনগণের ভাগ্য গড়তে কাজ করছে সরকার। উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে সমাদৃত বাংলাদেশ। এ সাফল্য দেখে না দেশের কিছু মানুষ। কারণ গণতান্ত্রিক ধারা তাদের পছন্দ নয়।