আগামী বছর থেকে বিশ্বব্যাপী শিশুদের ট্যালকম পাউডার উৎপাদন এবং বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত ব্রান্ড জনসন অ্যান্ড জনসন। বৃহস্পতিবার ( কোপম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এ তথ্য। খবর বিবিসির।
কর্নস্টার্চ ভিত্তিক বেবি পাউডার উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সাথে, তাদের বর্তমান পণ্যটি সম্পর্ণ নিরাপদ বলেও দাবি কর্তৃপক্ষের। ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতির কারণে জনসনের পাউডার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ২০২০ সালে এমন অভিযোগের প্রেক্ষিতে এ ঘোষণা দিলো কোম্পানিটি।
পরীক্ষা নিরীক্ষায় অ্যাবস্টোস নামের এক ধরণের ক্ষরিকারক রাসায়নিকের উপস্থিতি মেলার অভিযোগ করা হয়। তবে শুরু থেকেই এসব এসব অভিযোগ অস্বীকার করে আসছে জনসন অ্যান্ড জনসন। তবে তুমুল সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র এবং কানাডার বাজারে দুই বছর আগে থেকেই বিক্রি বন্ধ করে কোম্পানিটি।