নিজের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে অনুমোদনহীন টেস্ট কিট এবং করোনাভাইরাসের ভুয়া রিপোর্টের ব্যবসা করে সমালোচিত সাহেদ করিমের আরেকটা বাটপারি ধরা পড়েছে।
মন্ত্রী, এমপি, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং আমলাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তোলা সেলফি তার ফেসবুক পেইজের শোভা বর্ধন করে চলেছে। শুধু নেতা বা আমলার সঙ্গে ছবি তুলেই ক্ষান্ত হননি তিনি, অন্যের জমিতে দাঁড়িয়ে ছবি তুলে সেই ছবি দেখিয়ে বাটপারি করার কথাও বেশ প্রচারিত হচ্ছে।
কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের ইমামের ডেইল এলাকার ‘রিজেন্ট গ্রুপ’ সাইনবোর্ড লাগানো একটি জায়গার সামনে দাঁড়িয়ে পোজ দেন সাহেদ। যে ছবিটি এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ‘রিজেন্ট’ নামের মিল থাকলেও এই ‘রিজেন্ট’ সাহেদের সেই ‘রিজেন্ট’ নয়। সাইনবোর্ডের রিজেন্ট গ্রুপের মালিক সাবেক রাষ্ট্রদূত চট্টগ্রাম এর গোলাম আকবর খন্দকার। তিনি জমিগুলোর প্রকৃত মালিক। কিন্তু এখানে সাহেদের ছবি তোলাও একটা বড় বাটপারি বলে মনে করছে স্থানীয়রা।
উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন- মেরিন ড্রাইভ রোডের ইমামের ডেইল এলাকায় বাটপার সাহেদের তোলা ছবিটি আমার দৃষ্টিগোচর হয়েছে। এটাও একটা বড় বাটপারি। এই জমিগুলোর প্রকৃত মালিক আসল ‘রিজেন্ট গ্রুপ’ যার অফিস ঠিকানা- ডেল্টা ডালিয়া, কামাল আতাতুর্ক রোড, বনানী, ঢাকা। সাহেদের ‘রিজেন্ট’ হচ্ছে দ্বিতীয় রিজেন্ট যার ঠিকানা উত্তরা, ঢাকা। আসল রিজেন্ট গ্রুপের মালিক সাবেক রাষ্ট্রদূত চট্টগ্রামের গোলাম আকবর খন্দকার।
আমার জানা মতে, গোলাম আকবর খোন্দকার সাহেবের একটি কোম্পানি খোলেন, যা বেআইনি ও ফৌজদারি অপরাধ। এই প্রেক্ষাপটে ২০১৫ সালের অক্টোবর মাসে গোলাম আকবর খোন্দকার আইনজীবীর মাধ্যমে রেজিঃ ডাকযোগে সাহেদের প্রতিষ্ঠিত রিজেন্ট গ্রুপের বরাবরে লিগ্যাল নোটিস পাঠান। কিন্তু সাহেদ ক্ষমতাশালীদের কাছের মানুষ হওয়ায় আইনের তোয়াক্কা না করে রিজেন্ট গ্রুপ নাম দিয়েই অদ্যবধি তার কুকর্ম চালিয়ে আসছিল। ইমামের ডেইলে গোলাম আকবর খোন্দকারের প্রতিষ্ঠিত আসল ‘রিজেন্ট গ্রুপের ’ জমির সাইন বোর্ড পেছনে রেখে সাহেদ ছবি তুলে প্রতারণা করেছেন।
প্রসঙ্গত, গত ৬ জুলাই সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। এই হাসপাতালের বিরুদ্ধে নমুনা টেস্ট না করেই রোগীদের করোনার রিপোর্ট দেওয়ার অভিযোগ পায় তারা। এ ঘটনায় সাহেদ করিমকে গ্রেফতার করা হয়েছে।
উৎসঃ দৈনিক খোলা কাগজ