![InShot_20220506_160439440](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/05/InShot_20220506_160439440-scaled.jpg)
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌর ব্যবসায়ী সমিতি অনিদিষ্টকালের জন্য শহরের সকল মুদি দোকান বন্ধের ঘোষণা তোলে নিয়ে আবার দোকান খুলে দিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৫ মে) রাতে স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের মধ্যস্থতায় সমোঝতায় এসেছেন ব্যবসায়ীরা।
জানা যায়, ৫ মে বৃহস্পতিবার বিকাল ৩ টার পর মৌলভীবাজার পশ্চিম বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করা ও সঠিক স্থানে ভোজ্য তেল প্রদর্শন না করায় নগদ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল প্রদান করেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান।
পরে জরিমানা পরিশোধিত না হওয়া পশ্চিম বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ইউনিকের ব্যবস্থাপক ময়নুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা অনিদিষ্টকালের জন্য শহরের সকল মুদি দোকান বন্ধ ঘোষণা করে মৌলভীবাজার পৌর ব্যবসায়ী সমিতি।
বিষয়টি নিশ্চিত করেন ইউনিক এন্টারপ্রাইজ মালিক সৈয়দ মহিউদ্দিন শাহিন বলেন, বৃহস্পতিবার রাতে আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের বাসায় বৈঠকে বসি। উনার অনুরোধে আমরা সমোঝতায় গিয়ে রাতেই সকল দোকান খুলে দিয়েছি।