তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সাথে চিত্রনায়িকা মাহিয়া মাহি’র অডিও ফাঁসের ঘটনায় চিত্রনায়ক মামনুন হাসান (ইমন) কে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ।
সোমবার (৬ ডিসেম্বর) রাতে ডিবি’র মিন্টু রোডের কার্যালয়ে ডাকা হয়েছিল ইমনকে। জানা গেছে, এ সময় তার প্রায় ৪০ মিনিট কথা বলেন ডিবি কর্মকর্তারা। এরপর তাকে ছেড়ে দেয়া হয়।
ডিবি সূত্রে জানা গেছে, মাহি এই মুহূর্তে ওমরাহর জন্য সৌদি আরবে অবস্থান করায় প্রাথমিকভাবে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ কারণেই ইমনকে জিজ্ঞাসাবাদ করার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
উল্লেখ্য, ফোনালাপের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ইমন। তবে প্রাথমিকভাবে তার কোনো ইল মোটিভ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।
Drop your comments: