কুয়েতে করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই জরুরি কিছু প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।
সীমিত পরিসরে বাংলাদেশ দূতাবাসে শুরু হয়েছে পাসপোর্ট নবায়নের কাজ। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর নির্দেশনা রয়েছে।
দূতাবাসের কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসীরা। করোনা ভাইরাসের সক্রমণ রোধে কুয়েত সরকার জনস্বার্থে সন্ধ্যা ৭ টা থেকে ৫ টা পর্যন্ত এই ১০ ঘন্টা কারফিউ বলবৎ রেখেছেন। এরইমধ্যে কুয়েতের বেশ কয়েকটি অঞ্চলে লকডাউন তুলে নেয়া হয়েছে।
এমতাবস্থায় প্রবাসী বাংলাদেশিদের অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং অনেকেই পাসপোর্ট রিনিউ করতে দূতাবাসে জমা দিয়েছে। কিন্তু দূতাবাস বন্ধ থাকায় অনেকেই পাসপোর্ট সংগ্রহ করতে পারেনি। তবে ইতিমধ্যেই প্রবাসীদের ভোগান্তি লাঘবে দূতাবাস খুলে দেয়া হয়েছে।
Drop your comments: