ঢাকা থেকে ফ্লাইট পরিচালণার অনুমতি পেল সংযুক্ত আরব আমিরাতের এর শারজাহ ভিত্তিক এয়ারলাইন্স এয়ার এরাবিয়া। আগামী ১ জুলাই থেকে তাদের ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে বলে সিভিল এভিয়েশন সুত্রে জানাগেছে। তাদেরকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালণার অনুমতি দেয়া হয়েছে। সপ্তাহের বুধবার ও শুক্রবার এই দুই দিন তারা ঢাকা থেকে ফ্লাইট পরিচালণা করবে।
এয়ার এরাবিয়া ঢাকা অফিস সুত্রে জানাগেছে ১ জুলাই থেকেই তারা ফ্লাইট পরিচালণা করবে। সে হিসাবে আগামী বুধবার তাদের প্রথম ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। জানাগেছে বুধবার সকাল ৯টায় এয়ার এরাবিয়ার প্রথম ফ্লাইট ঢাকায় পেৌছাবে। এরপর ওই দিন সকাল ৯ টা ৪০ মিনিটে ওই ফ্লাইট দুবাইয়ের শারজাহর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এয়ার এরাবিয়া এয়ারবার ৩২০ দিয়ে ফ্লাইট পরিচালণা করবে।
সর্বশেষ তথ্য মোতাবেক উক্ত ফ্লাইটের টিকিট অনলাইনে হয়তো পাওয়া যাবে না। এই ফ্লাইটটি কেবলমাত্র রেজিস্ট্রেশনের মাধ্যমে আমিরাত সরকারের অনুমতি পাওয়া যাত্রীদের জন্য। কারণ, তা অনেকটা বিশেষ ফ্লাইটের মত।
সূত্রঃ এভিয়েশন নিউজ