বাংলা এক্সপ্রেস ডেস্কঃ আজ সংযুক্ত আরব আমিরাতে করোনায় মৃত্যুহীন প্রথম দিন। আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ টুইটার বার্তায় এই তথ্য জানিয়ে করোনা হিরোদের ও দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ কতে ধন্যবাদ জানিয়েছেন।
আজ বুধবার (১৫ জুলাই) দেশটির রাষ্ট্রপতির ভাই ও আবুধাবির ক্রাউন প্রিন্স অফিসিয়াল টুইটারে চিকিৎসক, নার্স, প্রশাসনসহ সকল করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানান। করোনা কালীন সময়ে রাষ্ট্রের আইন যথাযথভাবে পালন করায় আমিরাতে বসবাসরত সকল নাগরিককেও ধন্যবাদ জানান।
তিনি বলেন, “গত ২৪ ঘন্টায় আমিরাতে করোনাভাইরাসের কারণে কারো মৃত্যু হয়নি। চ্যালেঞ্জটি পুরোপুরি মোকাবেলায় আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”
Drop your comments: