ইতালির রোম এবং লাৎজিও অঞ্চলে নতুন করোনাভাইরাসে শনাক্তদের মধ্যে শতকরা ৯২ ভাগই বিদেশ থেকে ফেরা।
১৩ জুলাই রোমে মোট ২৪ জন নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন। যার মধ্যে ২২ জনই বিদেশ থেকে ফিরেছেন। ওই ২২ জনের মধ্যে ২০ জনের বাংলাদেশ থেকে আসা ফ্লাইটের সাথে সংযোগ রয়েছে। বাকি দুজনের মধ্যে একজন ফিলিপাইন এবং অন্যজন ব্রাজিল হতে আগত।
রোমের স্বাস্থ্য বিভাগ-১ অঞ্চলে, গত ২৪ ঘন্টায় নতুন একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। ঢাকা থেকে আসা ফ্লাইটের সাথে যার সংযোগ রয়েছে।
স্বাস্থ্য বিভাগ-২ অঞ্চলে, উক্ত সময়ে নতুন ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন যারা সবাই বাংলাদেশি কমিউনিটির লোকজন। ‘ঢাকা থেকে আসা ফ্লাইট’ এর ঘটনার পর তাদের পরীক্ষা করা হয়েছিল।
রোমের স্বাস্থ্য বিভাগ-৩ অঞ্চলে, নতুন ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের একজন বাংলাদেশের নাগরিক, ঢাকা থেকে আসা ফ্লাইটের সাথে যার সংযোগ রয়েছে। আরেকজন ৮৩ বছর বয়সী এক নারী যার পরিবারকে আগেই চিহ্নিত করা হয়েছিল।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ-৬ অঞ্চলে, গত ২৪ ঘন্টায় একজন শনাক্ত হয়েছেন যিনি ফিলিপাইন থেকে ইতালি ফিরেছেন। লাৎজিও অঞ্চলে ৮৯২ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। এদের মধ্যে ৬৯০ জন বাসায় আইসোলেশনে আছেন। ১৯১ রয়েছেন হাসপাতালে। অন্য ১১ জন আছেন হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে।