বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ করোনার কারণে দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর আবারও মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক ফ্লাইট চালু করল লাল সবুজের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সোমবার দুবাইয়ের সময় রাত ৯ টায় বিমানের বাণিজ্যিক ফ্লাইট ২০০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
বিমানের কর্মকর্তার মাধ্যমে জানা যায়, সব যাত্রীর ফ্লাইটে ওঠার আগে করোনা নেগেটিভ সনদ সঙ্গে নিয়েছেন। মঙ্গলবার আবুধাবিতেও বিমানের বাণিজ্যিক ফ্লাইট চালু হবে।
এদিকে সন্ধ্যা ৭ টায় ঢাকা থেকে ১৮৫ জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইটটি দুবাই অবতরণ করে। যাত্রীদের সকলেই করোনা নেগেটিভ সনদ ও আমিরাতের অনুমতিপত্র সঙ্গে আনেন।
ঢাকা-দুবাই-ঢাকা রুটে আজ থেকে সপ্তাহের সোম, বৃহস্পতি ও শনিবার এবং ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে ১৪ জুলাই থেকে সপ্তাহের মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত ভাবে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান।
ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে এবং ঢাকা-আবুধাবি রুটে ৭ জুলাই ফ্লাইট চালুর তারিখ নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণে ফ্লাইটগুলো স্থগিত করা হয়।
Drop your comments: