নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় প্রায় ৫০ হাজার মানুষের শরীরে করোনা টেস্টের পর ৩৪৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে, ১ জন মৃত্যুবরণ করেছেন ও ৩৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৫১৯৮ জন, মৃত্যুবরণ করেছেন ৩৩৪ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৪৫৫১৩ জন।
এদিকে গত ৭ জুলাই থেকে ভিজিটরদের জন্য আমিরাত উন্মুক্ত হয়েছে। এর আগে পহেলা জুলাই থেকে মসজিদ খুলে দেওয়া হয়েছে। আমিরাতে এ পর্যন্ত ৮১.০০ শতাংশ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
Drop your comments: