নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার মানুষের শরীরে করোনা টেস্টের পর ৫৩২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে, ২ জন মৃত্যুবরণ করেছেন ও ৯৯৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫২৬০০ জন, মৃত্যুবরণ করেছেন ৩২৬ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৪১৭১৪ জন।
পহেলা জুলাই থেকে আমিরাতের সকল মসজিদ খুলে দেওয়া হয়েছে। জুমার নামাজের স্থগিতাদেশ পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বহাল থাকবে। মসজিদ চালু হলেও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের মসজিদে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ইমাম ,মুয়াজ্জিন ও মসজিদ কর্তৃপক্ষের করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।
Drop your comments: