বাংলা এক্সপ্রেস প্রতিনিধিঃ বিমান বাংলাদেশ এরালাইন্সের আমিরাত রুটের স্বাভাবিক ফ্লাইট দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৩ জুলাই এক ঘোষনায় ৭ জুলাই মঙ্গলবার পুনরায় বিমান চলাচল স্বাভাবিক হবে বলে জানানো হয়েছিলো।
তবে আজ ৫ জুলাই, রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী বাংলা এক্সপ্রেসকে জানান, অনিবার্য পরিস্থিতির কারণে ৭ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত যে ফ্লাইটগুলা দুবাই থেকে ঢাকা যাওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। তবে ঢাকা থেকে দুবাই ফেরার ফ্লাইট শিডিউল বহাল থাকবে।
দুবাই বিমান অফিস থেকে পাওয়া একটি ঘোষনায় এটাও যানানো হয়েছে, ইতিমধ্যে যেসকল যাত্রীরা টিকিট কেটেছিলেন তাদের জন্য দুইটি সুযোগ দেওয়া হয়েছে। যদি যাত্রীরা চায়, বিমানের ফ্লাইট স্বাভাবিক হলে আগামি এক বছরের মধ্যে যেকোন সময় একই টিকিট ব্যবহার করতে পারবেন অথবা যদি যাত্রীরা টিকিটের অর্থ ফেরত নিতে চায়, সেই ক্ষেত্রে কোন ধরণের ফী ছাড়াই সম্পূর্ন টাকা ফেরত নিতে পারবেন।
উল্লেখ্য, বিমানের যেসকল যাত্রীরা দেশে আছেন তাঁরা আমিরাত ফেরার ১৪ দিন আগে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগাযোগ করে টিকিটটি রিবুকিং করতে পারবে। সেখান থেকে তাদেরকে প্রয়োজনীয় কনির্দেশনাও দেওয়া হবে। যারা বাংলাদেশ থেকে আমিরাতে ফিরবেন, টিকেট নেওয়ার পূর্বে তাদের অবশ্যই দুবাই আশার ক্ষেত্রে জী.ডি.আর.এফ.এ এপ্রোভাল ও অন্যান্য এয়ারপোর্টের ক্ষেত্রে আই.সি.এ এপ্রোভাল থাকতে হবে।
বিমানের বাড়তি টিকেটের ভাড়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, “ভাড়া এখনো স্বাভাবিক করা সম্ভব হয়নি। ফ্লাইটের কিছু বিধিনিষেধ থাকায় শতভাগ যাত্রী বহন করা যাচ্ছে না বলে ভাড়া স্বাভাবিক হতে আরো কিছু দিন সময় লাগতে পারে।”
78 thoughts on “আবারও দুবাইয়ে বিমানের ফ্লাইট বাতিলঃ দেশে থেকে আসতে পারবে”