ঢাকায় ফ্লাইট শুরু করেছে বিমান সংস্থা এয়ার এরাবিয়া। শুক্রবার দিবাগত রাত(৪ জুলাই) ১২ টা ৪০ মিনিটে এয়ার এয়াবিয়ার করোনা পরবর্তী প্রথম ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেছে। ফ্লাইটটি আবার শুক্রবার দিবাগত রাত(৪ জুলাই) ১ টা ২০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
নিষেধাজ্ঞা ওঠার পর যে চারটি এয়ারলাইন্স এ পর্যন্ত ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে, তার মধ্যে এয়ার এরাবিয়া অন্যতম। সপ্তাহের প্রতি বুধবার ও শুক্রবার এয়ার এ্যারাবিয়াকে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
Drop your comments: